পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নোয়াখালীর সুবর্ণচর অস্ত্রের মুখে জিম্মি করে দলবেঁধে এক বিধবা নারীকে ধর্ষণ করা হয়েছে। রূপগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। মাদারীপুরে দুই শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পৃথক ঘটনায় একটি মামলা নিলেও অন্যটি মামলা পুলিশ নিচ্ছে না বলে অভিযোগ পরিবারের। এছাড়া ঢাকায় আইসক্রিমের লোভ দেখিয়ে শিশু, মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, চাঁদপুরের হাজীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ফরিদপুরে ধর্ষণ চেষ্টার মামলায় এক শিক্ষকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক বিধবা নারীকে (২৩) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছেন- মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজম গ্রামের নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা। গত শনিবার রাতে চর মোজাম গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই নারী জানান, গত শনিবার গভীর রাতে নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা তার ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে সকালে তার স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, সকালে ভর্তির পর তার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে গণধর্ষণের ব্যপারে বিস্তারিত জানা যাবে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ভিকটিমের অভিযোগেরভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ পশ্চিমপাড়া এলাকার একটি ঘরে যুবতীকে দুই দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে প্রেমিক রাসেলসহ তার সহযোগীরা। ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ধর্ষিতাকে ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। পরে স্থানীয় একটি সিএনজি চালকেরে সহায়তায় উদ্ধার হয়। উদ্ধার হয়ে শুক্রবার রাতে ধর্ষিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ধর্ষিতার মামলার এজাহারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল হক জানান, পিতলগঞ্জ এলাকার গোলজার মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
জানা গেছে, প্রেমিক রাসেল তার পিতা মাতার সঙ্গে দেখা করার কথা বলে একটি সিএনজিযোগে পিতলগঞ্জ পশ্চিমপাড়া রফিক মিয়ার একটি পুরাতন ঘরে নিয়ে যায়। পরে যুবতীকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে রাসেলসহ তার সহযোগী কয়েকজন নিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষিতার পরিবারের লোকজন জানান, ২ দিন ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। শুক্রবার মধ্য রাতে রাস্তায় ফেলে রেখে যায় ধর্ষণকারীরা। পরে একটি সিএনজি চালকের সহায়তায় সেখান থেকে রূপগঞ্জ থানায় এসে মামলা দায়ের করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৫ ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
মাদারীপুর জেলা ও রাজৈর উপজেলা : মাদারীপুরে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। একজনকে গত শনিবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে তিনদিন আগে ভর্তি করা হয়। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে বলে মাদারীপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন। ২টি ধর্ষণের ঘটনা ঘটলেও থানায় ১টি ধর্ষণের ঘটনায় পুলিশ মামলা নেয়নি বলে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ।
নির্যাতিতা শিশুর মা বলেন, বাসায় কেউ না থাকায় দুপুরে পলাশ বাসার ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করেছে তার ৪ বছরের মেয়েকে শিশুকে। আত্মীয়তার সুবাদে প্রথমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। থানায় মামলা করেছি। কিন্তু আসামি গ্রেফতার হয়নি।’
এদিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে গত ২০ জুলাই সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করতে গেলে প্রভাবশালীদের কারণে মামলা নেয়নি রাজৈর থানা পুলিশ।
ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোশারফ মোল্লার ছেলে রেজাউল (৩০) জোর করে ফাঁকা বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। আমরা গরীব মানুষ। আমাদের টাকা নেই। তাই আমাদের পক্ষ মানুষও নেই।’
ঢাকা : রাজধানীর শাজাহানপুরের মালিবাগে ছয় বছরের এক শিশুকে আইসক্রিমের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুলতান(৪০) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে ওই শিশুকে আইসক্রিম কিনে দেবেন বলে ডেকে নেন সুলতান। পরে তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নে এক অন্ত:সত্ত্বা গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে ইউনিয়নের হাসেম মোল্লার ছেলে দিদার মোল্লা (৩৯) ঘরে ঢুকে ভোক্তভোগী গৃহবধুকে ধর্ষণ করে। এদিকে ঘটনারপর থেকেই প্রভাবশালী একটি মহল সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসা ও ঘটনাটি ধামাচাপাঁর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, নির্যতিত নারীর স্বামী শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়, এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ধর্ষক দিদার মোল্লা ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভোক্তভোগী চিৎকার করে উঠলে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক দিদার মোল্লা পালিয়ে যায়। স্থানীয়রা ভোক্তভোগীকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়।
এলাকাবাসী জানান, দিদার মোল্লা এর পূর্বেও তিনি কামারখাড়া ইউনিয়নের একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছিলো। এদিকে এঘটনায় স্থানীয় ইউপি সদস্য আফজাল মেলকার ও যুবলীগ সভাপতি তাজুল মুন্সীর নেতৃত্বে প্রভাবাশালী মহল বিষয়টি ধামাচাঁপার চেষ্টা চালাচ্ছে বলে তারা জানায়।
হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে স্কুলছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শাখাওয়াত হোসেনকে (২০) গত শনিবার সকালে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দুপরে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে শাখাওয়াতসহ কয়েকজন তাকে নেশা জাতীয় দ্রব্য ছিটিয়ে অচেতন করে সিএনজি যোগে অপহরণ করে। অপহরণের পর তাকে চট্টগ্রামে নেওয়া হয়। শাখওয়াত সেখানে তাকে কয়েকবার ধর্ষণ করে। পরে বৃহস্পতিবার ভোরে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় তাদের গ্রামের বাড়ির সামনে এনে ফেলে রেখে যায়।
ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সদরপুর থানার ওসি সৈদয় লুৎফর রহমান জানান, এ ঘটনায় গত শনিবার বিকালে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।