বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে হেরোইন রাখার দায়ে মোজাম্মেল হক কালু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ লাখ টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। মোজাম্মেল হক কালু সদর উপজেলার বাররশিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর সকালে র্যাব-৫ এর একটি দল সংবাদের ভিত্তিতে বারশরিয়া গ্রামের মোজাম্মেল হক কালুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। ওই দিনই র্যাবের এসআই মাজেদ আলী বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি মোজাম্মেল হক কালুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।