Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কোচ হতে আগ্রহী গাঙ্গুলি, তবে...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার নেতৃত্বেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করেছিল তারা। ভারতীয় দলের সঙ্গে আবারও যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই সাবেক তারকা ক্রিকেটার। গাঙ্গুলি বলেছেন, ঠিক এখনই না হলেও ভবিষ্যতে কোনো একটা সময়ে দলটির কোচ হতে চান তিনি।

রবি শাস্ত্রি ভারতের কোচ থাকছেন কি-না তা এখনও নিশ্চিত না। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে দলটি বিদায় নেওয়ার পর নতুন কোচ নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গেল মঙ্গলবার ছিল কোচ পদে আবেদন জমা দেওয়ার শেষ দিন। এবারে জমা পড়েছে দুই হাজারের বেশি আবেদন। বর্তমান কোচ শাস্ত্রি নিজেও আছেন আবেদনকারীদের মধ্যে। তবে কোচ হতে আগ্রহের কথা জানালেও গাঙ্গুলি আবেদন জমা দেননি। গতপরশু দেশটির সাবেক এই অধিনায়ক জানান, ‘অবশ্যই, আমি আগ্রহী। কিন্তু ঠিক এই সময়ে না। আর কিছুদিন যাক, তারপর আমি আমার নাম প্রস্তাব করব।’

গাঙ্গুলি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গেও যুক্ত তিনি। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্য দিতেও দেখা যায় তাকে। এসব কারণে এখনই কোচের দায়িত্ব নিতে চান না তিনি, ‘বর্তমানে আমি অনেক কিছুর সঙ্গে জড়িত। আইপিএল, সিএবি, ধারাভাষ্য দেওয়া। এসব শেষ করি। এরপর আমি অবশ্যই কোচ হতে চাই। নির্বাচিত হব কি-না জানি না। কিন্তু আমি আগ্রহী। এখন না, তবে ভবিষ্যতে।’
নতুন কোচের খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। গত মঙ্গলবার ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীতার তালিকায় বড় নাম হিসেবে মাহেলা জয়াবর্ধনের নাম শোনা যাচ্ছিল। তবে কোচ নির্বাচনে সংশ্লিষ্ট ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সাবেক সদস্য গাঙ্গুলি বললেন, এবার ‘হেভিওয়েট’ কোনও নাম প্রার্থীর তালিকায় নেই, ‘আবেদনকারীর তালিকায় আমি হেভিওয়েট কারও নাম দেখিনি। আমি শুনেছিলাম মাহেলা আবেদন করেছে, কিন্তু সত্যি কথা হচ্ছে সে করেনি। কোচের দায়িত্বে খুব বেশি বড় কারও নাম নেই। আমি জানি না প্যানেল কী সিদ্ধান্ত নেবে।’ তবে শাস্ত্রীর থাকা নিয়ে এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ, ‘এ বিষয়ে আমি এখন কোন মন্তব্য করতে চাই না। আমার মনে হয় না এই মুহূর্তে এই নিয়ে আমার কিছু বলা উচিত। আমি কোচ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নই।’
জানা গেছে, আগামী ১৪ ও ১৫ আগস্ট নতুন সাপোর্ট স্টাফদের সাক্ষাৎকার নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের কোচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ