Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের কোচ বাঙ্গার

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয় পরিচালক রবি শাস্ত্রি ও দলের সব কোচের মেয়াদ। তাদের পরিবর্তে দলে নতুন কোচ নিয়োগ এখন প্রক্রিয়াধীন। এজন্য আগেই জানানো হয়েছিল, আসন্ন জিম্বাবুয়ে সফরে একজন অন্তর্বর্তীকালীন কোচের কথা। সেই কোচ হিসেবে গতকাল বিসিসিআই ঘোষণা করেছে সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারের নাম। অর্থাৎ জিম্বাবুয়ে সফরে ভারত দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন বাঙ্গার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিচালক রবি শাস্ত্রির অধীনে সহকারী কোচ ছিলেন ৪৩ বছর বয়সী বাঙ্গার। সফরটি ‘খুব ছোট’ বিবেচনায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত দলের সঙ্গে কোনো বোলিং কোচ পাঠাবে না বিসিসিআই। ফিল্ডিং কোচ হিসেবে সফরে থাকবেন ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কাজ করা অভয় শর্মা। ১৫ সদস্যের ভারত দলে বড় নাম একটিইÑঅধিনায়ক ধোনি। আগামী ১১ জুন হারারেতে হবে প্রথম ওযানডে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের কোচ বাঙ্গার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ