Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

টেকনাফে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ সাত পুলিশ সদস্য আহত হয় বলে জানা গেছে। গতকাল শনিবার ভোররাতে নূরউল্লাহ পাহাড় এলাকায় ও মেরিন ড্রাইভের দরগাছড়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেকনাফের রোহিঙ্গা শীর্ষ ডাকাত সর্দার আব্দুল হাকিমের সহযোগী জুনায়েদ, আয়ুব, মেহেদী ও মাদারীপুরের কালকিনি এলাকার মাদক ব্যবসায়ী জহিরুল ইসলামের পুত্র ইমরান মোল্লা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোর রাতে নুর উল্লাহ পাহাড়ী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ তিন ডাকাতের লাশ পাওয়া যায়। তিনি আরও জানান, অপর একটি অভিযানে মাদক ব্যবসায়ী ইমরান মোল্লাহ নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি অস্ত্র, পাঁচটি কিরিচ ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ