Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে ডাকাতি, আহত ৩ মালামাল লুট

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ৫:৫৩ পিএম

সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতিকালে নগদ টাকা স্বর্ণসহ অন্তত ৭ লাখ টাকারা মালামাল লুট করে ডাকাত দল।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হোমনাবাদ শ্রীপুর আব্দুল আজিজ মাস্টার বাড়ীর ডা. মাহবুবুর রহমানের ঘরে এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে একদল ডাকাত ডা. মাহবুবের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে তাদের বাধা দিতে আসলে ডাকাতদল তিনজনকে পিটিয়ে জখম ও ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতরা ঘরের আলমেরি ও লকার ভেঙে ১০ভরি স্বর্ণ, নগদ এক লাখ টাকা ও ৫টি মোবাইলসহ অন্তত ৭লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য বেলায়েত হোসেন ডাকাতির ঘটনাটি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ