Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়ায় লিংক রোড চলাচল অযোগ্য

মো. রেজাউল ইসলাম লিটন, পুঠিয়া (রাজশাহী) থেকে : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

 পুঠিয়ায় মহাসড়কের দুই পার্শ্বের লিংক রোড চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কর্তৃপক্ষের অবহেলার কারণে গত দুই মাস ধরে এ অবস্থা চলছে বলে পথচারীরা অভিযোগ করেছেন।
সরজমিনে দেখা গেছে, পুঠিয়া সদর ত্রিমোহনী বাজারের সিক্স বিল্ডিং এর কাছ থেকে শুরু করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রায় এক কিলোমিটার লিংক রোডটি যানজট নিরসনের জন্য এবং পথচারীসহ হালকা যানবাহন চলাচলে সুবিধার্থে আর-সিসি দ্বারা উন্নয়ন করা হয়। এর ফলে পুঠিয়া সদরের ত্রিমোহনী বাজরের যানজট অনেকাংশে কমে আসে। ফলে এই লিংক রোড দিয়ে পথচারী ও হালকা যানবাহন নির্বিঘেœ চলাচল করছিলো। বর্তমানে লিংক রোডটির বেহাল অবস্থায় পথচারীসহ হালকা যানবাহন চলাচল করছে। এতে তাদের প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনায় পড়তে হয়। এছাড়াও বর্ষা মৌসুমে এই লিংক রোড সংলগ্ন মহাসড়কটির কার্পেটিং উঠে বড় বড় খানা খান্দের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় যানজট ও সড়ক দুর্ঘটনার প্রকোপ বেড়ে যায়।
গত দুই মাস আগে মহাসড়কটি যানবাহন চলাচলের সুবিধার্থে আরসিসি দ্বারা উন্নয়নের কাজ শুরু করে রোডস এন্ড হাইওয়ে কর্তৃপক্ষ। ফলে আবার হালকা ভারী ট্রাক-বাস-লরীসহ সকল প্রকার যানবাহ চলাচল শুরু করে মহাসড়কের দুই পার্শ্বের লিংক রোড দিয়ে। এতে করে লিংক রোডটি ভেঙ্গে দুই পার্শ্বের বড় বড় খান খন্দকের সৃষ্টি হয়। মহাসড়কে কাজ চলাকালে কর্তৃকপক্ষ আবারও যানবাহন চলাচলের জন্য ইট, ভরাট বালু দিয়ে খানা খন্দক গুলো ভরাট করে ছিলো। দীর্ঘদিন ধরে এই লিংক রোড দিয়ে ভারি যানবাহন চলাচল করার ফলে খানা খন্দক গুলো আবার পূর্বে অবস্থায় দেখা দেয়। একটু বৃষ্টি হলেই এই সব খানা খন্দকের মধ্যে পানি জমে যানবাহনসহ পথচারীরা প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন।
এ ব্যাপারে রোডস এন্ড হাইওয়ের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের দুই পার্শ্বের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে লিংক রোডটি ইস্টিমেট করে সংস্কারের ব্যবস্থা করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোড

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২ সেপ্টেম্বর, ২০২২
১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ