Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপাসিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

গাজীপুরের কাপাসিয়ার দশম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী অপহরণের একদিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাশ^বর্তী শ্রীপুরের চাওবন গ্রামের লুৎফর রহমানের বাড়ি থেকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত অভিযোগে লুৎফর রহমানের বখাটে পুত্র সুজন সরকার (২০) কে পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার সকালে অপহৃতার পিতা দরদরিয়া গ্রামের মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
থানার এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের দশম শ্রেণির ছাত্রী (১৫) গত বুধবার সকালে বাড়ির পাশে দোকানে সদাই কিনতে যায়। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে সুজন সরকার ও তার সহযোগিরা সিএনজি যোগে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার চাওবন গ্রামের লুৎফর রহমানের বাড়ি থেকে অপহৃক স্কুল ছাত্রীকে উদ্ধার ও সুজন সরকারকে গ্রেফতার করা হয়। কাপাসিয়া থানায় দায়েরকৃত মামলার অপর আসামীরা হলেন সুজন সরকারের মা শামসুন্নাহার, এলাকার নিকাহ্ রেজিস্টার কাজী আবুল হোসেনসহ অজ্ঞাত আরো ২/৩ জন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ