Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারের বাস থেকে পড়ে পলিটেকনিকেলের ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার সাভার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ৫:১৭ পিএম
ঢাকার সাভারে চলন্ত বাস থেকে পড়ে চট্রগ্রাম পলিটেকনিকেলের এক ছাত্রী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বেতার কেন্দ্রের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী আক্তার (২০) কুমিল্লা জেলার দ্বেবিদার থানার গুলাইনগর গ্রামের মৃত শাহ আলম মুন্সীর কন্যা। সে চট্রগামের চট্রগ্রম মহিলা ইনস্টিটিউট পলিটেকনিকেলের ছাত্রী। 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক হোসেন জানান, শিল্পী চট্রগাম থেকে আশুলিয়ার শ্রীপুরে বড় ভাই আমির হেসেনের বাড়িতে বেড়ানোর জন্য যাচ্ছিল। দুপুর আনুমানিক সোয়া একটার দিকে তাকে বহনকৃত বাসটি সাভারের বেতার কেন্দ্রের সামনে পৌছলে বাসটি সজোরে ব্রেক কষে। তখন বাসের ইঞ্জিন কভারে বসা শিল্পী নিজেকে নিয়ন্ত্রন রাখতে নাপেরে বাসের দরজা দিয়ে সড়কে পড়ে মাথায় আঘাত পায়। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। 
তিনি আরও জানান, এঘটনার পর বাস ও এর চালক জাহিদকে আটক করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ