Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কচুয়ায় পানিতে ডুবে যমজ দুই ভায়ের মৃত্যু

কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ৩:৪৬ পিএম

চাঁদপুরের কচুয়ার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে গতকাল শুক্রবার দুপুরে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে দুই যমজ ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। নিহত দুই যমজ ভাইয়ের নাম রফিকুল ইসলাম (৬) ও সফিকুল ইসলাম (৬)। তারা ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান- যমজ দুই ভাই রফিক ও সফিক ঘটনার দিন বাড়ির পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। একপর্যায়ে বিদ্যালয়ের পাশ্ববর্তী ডোবায় পরে যায়। পরে খোঁজাখুজি করে বাড়ির লোকজন তাদের ডুবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ