Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মোজার ভেতর স্বর্ণের বার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

মোজার ভেতর থেকে আটটি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর মোজার ভেতর থেকে চারটি করে মোট আটটি স্বর্ণের বার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। এরপর সন্দেহজনক গতিবিধির কারণে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টম কর্মকর্তারা। একপর্যায়ে জুতার মোজার ভেতর থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে দায়িত্বরত কাস্টম হাউসের কর্মকর্তা জানান, ৮পিস স্বর্ণের বারের ওজন ৯৩২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় ওই যাত্রীর কাছে থাকা তিনটি স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোনের সেটও আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী জানান, তিনি স্বর্ণের বারগুলোর বাহক। এরপর যাকে পৌঁছে দেয়ার কথা তাকে কৌশলে ডেকে আনা হয়। সবশেষে বাহক ও প্রাপককে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণের বার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ