বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পথশিশু এবং অস্বচ্ছল ব্যক্তিরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
সরকারি- বেসরকারি সকল মেডিকেল কলেজগুলো এ নির্দেশের আওতায় থাকবে। আদেশকৃত বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে সেটি আগামি ২০ আগস্টের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে হবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ প্রতিবেদন দাখিল করবেন। জনস্বার্থে রিট করেন ড. কাজী জাহিদ ইকবাল।তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। গত ৩১ জুলাই ‘ ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। বিষয়টি উদ্ধৃত করে রিট ফাইল করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া। গতকাল এটির ওপর শুনানি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।