Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে বানারীপাড়ায় গ্রেফতার ১

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ৮:১৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে বরিশালের র‌্যাব-৮ বানরীপাড়ার মহিষপোতা থেকে মোঃ কাওছার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। ল্যাপটপ এবং মোবাইলের ফেইজবুক আইডির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মানহানিকর ছবি সংরক্ষণ ও সাম্প্রদায়িক দ্বন্দ সৃষ্টি করার লক্ষে বিভ্রান্তি মূলক পোষ্ট প্রচার করার দায়ে কাওছারকে আটক করে পুলিশে সোপার্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৪টায় আটকের পরে ম্যাসেঞ্জারের মাধ্যমে একাধিক গ্রুপে বিভিন্ন ব্যক্তির সাথে গোপনে বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন ধরে শেয়ার করার কথাও স্বীকার করেছে কাওছার। এব্যাপারে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে বানারীপারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩১(২) ধারায় একটি মামলা দায়ের করেছে বলে জানা গেছে।
দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি এবং শান্তি শৃংখলা বজায় রাখার উদ্দেশ্যে গুজব ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রাখার কথাও বলা হয়েছে দায়িত্বশীল সূত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ