Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শফিকুলের গানের মডেল ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

গানের রাজা প্রতিযোগিতার প্রথম রানারআপ শফিকুল ইসলামের প্রথম মৌলিক গান প্রকাশিত হচ্ছে ৩ আগস্ট সিএমভি থেকে। গানটির শিরোনাম ‘ভাতে ঘেন্না লাগে’। এ গানের মাধ্যমে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। লোক আঙ্গিকের গানটির কথা লিখেছেন ¯েœাহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন গানের রাজা অনুষ্ঠানের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাবে ইমরান, শফিকুল, সারিকা সাবাহ ও বাঁধনকে। ইমরান মাহমুদুল বলেন, প্রতিযোগিতার দিনগুলোতে শফিকুলের মধ্যে সম্ভাবনা দেখেছি। ওর কণ্ঠে যে ধরনের গান দারুণ মানায়, প্রতিযোগিতায় সে যে ধরনের গান গেয়েছে, তেমনই একটি গান তৈরি করেছি। যেমনটা চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে। আমি বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে। শফিকুল বলেন, আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি ভাগ্যবান। ভিডিওটিও অনেক ভালো হয়েছে। প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ৩ আগস্ট বেলা ৩টায় প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও উন্মুক্ত করা হবে। পাশাপাশি গানটি শোনা যাবে দেশের সব কটি মিউজিক অ্যাপ-এ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডেল

৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ