Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগে র‌্যাবের হাতে যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ৫:৪০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে র‌্যাব ১১ লক্ষ্মীপুর মোঃ আবদুল্লাহ আল নোমান ওরফে হিমেল (২৩) নামের এক যুবককে আটক করেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করে র‌্যাব ১১। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

আটককৃত আবদুল্লাহ আল নোমান হিমেল বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

র‌্যাবের স্কোয়াড্রন লীডার মোঃ রেজাউল হক জানান, গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ আল নোমান ওরফে হিমেল দীর্ঘদিন মোবাইলসহ নানা রকমের ইলেক্ট্রিক ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারসহ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে সামাজিক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করে আসছে।

তার ব্যবহৃত "অনফঁষষধ অষষ ঘড়সধহ ঐবসধষ’’ নামের ফেসবুক পেইজ থেকে প্রধানমন্ত্রীর নামে মিথ্যা বিভ্রান্তিমূলক পোষ্ট দিয়ে জনগনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে প্রমান পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ