Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি মিলের মধ্যে ১৯টিই বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৯, ১২:০০ এএম


রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন ২৫টি মিলের মধ্যে এখন ১৯টি মিল বন্ধ আছে। আর ৬টি মিল ভাড়ায় চলছে। মিলগুলো সচল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. ইসরাফিল আলম, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার ও তামান্না নুসরাত (বুবলী) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। কমিটি সূত্র জানায়, বৈঠকে বস্ত্র অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, প্রকল্পটি সমাপ্ত হলে উক্ত প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ১২০ জন করে নির্বাহী পর্যায়ের টেক্সটাইল প্রযুক্তিবিদ তৈরি করা সম্ভব হবে।
বৈঠকে সংসদীয় কমিটির সুপারিশ মোতাবেক জামালপুরে শেখ হাসিনা তাঁত পল্লী স্থাপন প্রকল্প এর দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন কাজ সেনাবাহিনীর মাধ্যমে দ্রæত সম্পাদনের তাগিদ দেয়া হয়। এছাড়া তাঁত বোর্ডের মাধ্যমে কি কি শুল্কমুক্ত পণ্য আমদানি করা সম্ভব, যার মাধ্যমে তাঁতীরা বস্ত্র উৎপাদনে সুবিধা লাভ করতে পারে সে বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য পাট অধিদপ্তরের প্রতি সুপারিশ করা হয়।
এছাড়া দেশে বিদেশে মেলা আয়োজনের লক্ষ্যে জেডিপিসির অনুকূলে অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্ধ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ