Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ৪:৫৫ পিএম

ঢাকা শহরের বিভিন্ন জায়গার মত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আবাসিক এলাকাসমূহে এখন পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী এবং বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার আক্রান্ত হয়েছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে চালিয়েছেন ভিসি প্রফেসর মো. আবুল কাশেম। মঙ্গলবার (৩০ জুলাই) দিনভর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ভিসি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য প্রতিদিন নিজস্ব উদ্যোগে আবাসিক হল এবং আবাসিক এলাকাসমূহে মশা মারার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ