মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বে ‘সুপার পাওয়ার’ হিসেবে আবারও মাথা তুলে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দেশটি বিভিন্ন উপলক্ষেই তাদের সমরাস্ত্রের প্রদর্শনী করে বিশ্বকে সেজন্য সক্ষমতা দেখিয়ে আসছে। রোববার নেভি ডে উপলক্ষে এমন সমরশক্তি প্রদর্শন করেছে রাশিয়া। দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা। কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস। ‘নেভি ডে’ রাশিয়ার জাতীয় দিবসগুলোর অন্যতম। এটি প্রতিবছর জুলাইয়ের শেষ রোববার উদযাপিত হয়। রুশ নৌ-বাহিনীর রয়েছে তিন শতাব্দীর গৌরবোজ্জ্বল ইতিহাস। বাহিনীর অর্জন ও শক্তিমত্তাকে সম্মান জানাতেই দেশটি এ দিবস পালন করে আসছে ১৯৩৯ সাল থেকে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন। অন্যদিকে ‘নেভি ডে’ উদযাপন করে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌ-বহরও। এ প্যারেডে অংশ নেওয়ার জন্য দেশটির মিত্র ভারত ও ঘনিষ্ঠ বাণিজ্য সহযোগী চীন দ্’ুটি যুদ্ধজাহাজ রাশিয়া পাঠায়। আরটি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।