মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিকিমের জঙ্গলে বেঙ্গল টাইগার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিকিমের পাহাড়ি জঙ্গলে দেখা মিলল বেঙ্গল টাইগারের। উত্তর সিকিমের লাচেনের গামথাংপু এলাকায় দেখা গেল হলদে-কালো ডোরাকাটা বাঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬০০ মিটার উচ্চতায় দেখা গেছে এই বেঙ্গল টাইগারকে। ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, গামথাংপু এলাকায় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। সে ট্র্যাপ ক্যামেরাতেই বাঘের ছবি ধরা পড়ে। গত কয়েক বছরে এ এলাকায় বাঘ দেখা যাওয়ার কথা শোনা গেলেও এবারই প্রথম বাঘের ছবি দেখা গেল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন থেকে বাঘটি সিকিমে যেতে পারে। নিউজ১৮।
কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন
জঙ্গি হামলার আশঙ্কায় কাশ্মীরে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। সেনারা অঞ্চলটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলবে বলেও ওইসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, কাশ্মীরে হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন। এমন খবর পাওয়ার পরই কাশ্মীর উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখতে জরুরি বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যাবতীয় পর্যালোচনার পর অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। টাইমস অব ইন্ডিয়া।
নিহত বেড়ে ৬৫
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নিহত বেড়ে ৬৫ জন হয়েছে। শনিবার একজনের দাফন শেষে ফিরে আসার পথে একদল গ্রামবাসীর ওপর হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ হামলা ও প্রাণহানির খবর দিয়েছে। স্থানীয় সরকারের চেয়ারম্যান মোহাম্মদ বুলামা জানান, শনিবার দাফন থেকে ফেরার পথে ২১ জনকে হত্যা করে জঙ্গিরা। রয়টার্স।
৫ চিকিৎসক নিহত
লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ প্রান্তের একটি হাসপাতালে চালানো বিমান হামলায় পাঁচ চিকিৎসক নিহত হয়েছেন। শনিবারের ওই বোমাবর্ষণে আরও সাত জন আহত হয়েছেন, এদের মধ্যে কয়েকজন উদ্ধারকারীও আছেন; দেশটির ত্রিপোলিভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র লামিনে আল হাশেমের বরাতে জানানো হয়েছে। “ফিল্ড হাসপাতালটিতে সরাসরি আঘাত হানা হয়েছে। অনেকগুলো মেডিকেল টিম তখন সেখানে ছিল,” বলেছেন হাশেম। বিবিসি
মাদুরোর সমর্থকরা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকদের উপস্থিতিতে আবারও উত্তাল রাজধানী কারাকাসের রাজপথ। শনিবার এক র্যালি বের করেন সাও পাওলো ফোরামের সদস্যরা। এতে যোগ দেন বামপন্থী ল্যাতিন আমেরিকার নেতাকর্মী, ক্যারিবীয়রাসহ কয়েক হাজার মানুষ। তারা ভেনেজুয়েলার রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার দাবি তোলেন। মাদুরোর সমর্থকদের একজন বলেন, আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো যাচ্ছে না, এটা সত্যি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।