Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশা নিধনে সমন্বিত অভিযান চায় ১৪ দল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০০ এএম


ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ধ্বংসের জন্য ওভারসাইড কমিটির মাধ্যমে সমন্বিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছে ১৪ দল ও পেশাজীবী নেতারা। তারা বলেন, আমরা যদি জঙ্গি দমন করতে পারি, মশা নিধন করতে পারব না কেন? জঙ্গির চেয়ে এরা শক্তিশালী হয়ে গেল? গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত সামাজিক অবক্ষয় রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং দেশব্যাপী গুজবের বিরুদ্ধে মতবিনিময় সভায় এমন আহ্বান জানানো হয়।
১৪ দলের নেতারা বলেন, একটা ওভারসাইড কমিটি করেন। কমিটিতে সাংবাদিকদের, বিশেষজ্ঞদের রাখেন। প্রয়োজনে আইনশৃংখলা বাহিনী এমনকি সেনাবাহিনীর লোককে রাখেন। আমরা যদি জঙ্গি দমন করতে পারি, মশা নিধন করতে পারব না, এটা তো আশ্চার্য ব্যাপার? জঙ্গির চেয়ে শক্তিশালী হয়ে গেল এরা? এই মশক বাহিনীকে ধ্বংস করার জন্য একটি সমন্বিত অভিযান চালাতে হবে। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সভাপতি আব্দুস সবুর প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশা নিধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ