Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মশা নিধনে কমিউনিটি অ্যাম্বাসেডর নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৬:১৮ পিএম

মশা নিধনে কমিউনিটি অ্যাম্বাসেডর নিয়োগ ঢাকা সিটি কর্পোরেশনে, কাজ কী তাদের?
ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে ভূমিকা রাখতে অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের হিসাবে, সারা দেশে এবছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজারের বেশি। যাদের মধ্যে দুই জন মারা গেছেন।

ডেঙ্গু রোগীদের মধ্যে ১,৮৭৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০০ জন।

এই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে।

কারা এই অ্যাম্বাসেডর?
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বিবিসি বাংলাকে বলেন, ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে আয়তন এবং জনসংখ্যার অনুপাতে চার-পাঁচটি এলাকায় সাত জন করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

এদের মধ্যে রয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান বা নেতা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিটি ওয়ার্ডের আয়তন ভেদে যে কমিটি তাদেরকে কমিউনিটি অ্যাম্বাসেডর উপাধি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অ্যাম্বাসেডরদের সবাই তাদের নিজ এলাকার নাগরিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মশা নিধনে কমিউনিটি অ্যাম্বাসেডর নিয়োগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ