Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় হংকংয়ের আন্দোলনকারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

পুলিশের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে হংকংয়ের আন্দোলনকারীরা রাস্তায় নেমে শহরটির গুরুত্বপূর্ণ সব সড়ক আটকে বিক্ষোভ প্রদর্শন করছে। রোববার ছাতা হাতে কালো পোশাক পরিহিত এ আন্দোলনকারীদের পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিতে দিতে শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান অধ্যুষিত এলাকার দিকে অগ্রসর হতেও দেখা গেছে, জানিয়েছে বিবিসি। হংকংয়ের পুলিশ সরকারবিরোধী এ আন্দোলনকারীদের চ্যাটার গার্ডেনে সমাবেশের অনুমতি দিলেও পার্কের বাইরে বিক্ষোভের ক্ষেত্রে সতর্ক করেছিল। বিক্ষোভকারীদের অনেকের হাতে যুক্তরাষ্ট্রের পতাকাও দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার শহরের উত্তরে ইউয়েন লংয়ে গণতন্ত্রপন্থিদের অন্য এক বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছিল। টানা ৭ সপ্তাহ ধরে চীনের আধা সায়ত্ত¡শাসিত এ অঞ্চলটি সরকারবিরোধী গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে টালমাটাল। বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত হলেও হংকংয়ে সা¤প্রতিক সময়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সহিংসতা হতে দেখা গেছে। বিচারের জন্য চীনের মূল ভূখÐে হংকংয়ের বাসিন্দাদের পাঠানোর সুযোগ রেখে করা একটি বিলের বিরোধিতা থেকে এ ধারাবাহিক বিক্ষোভের সূচনা ঘটে। বিলটি পাস হলে, চীন হংকংয়ের রাজনৈতিক কর্মীদের শায়েস্তায় সেটিকে কাজে লাগাতো বলে আশঙ্কা সমালোচকদের। ধারাবাহিক বিক্ষোভের মুখে হংকংয়ের আঞ্চলিক সরকার বিলটি পাসের পরিকল্পনা স্থগিত করলেও আন্দোলনকারীরা তাতে তুষ্ট নয়; তারা বিলটি একেবারেই প্রত্যাহার এবং পুলিশের সঙ্গে সহিংসতার ঘটনায় তদন্তের পাশাপাশি হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগও দাবি করছে। বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ