Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উজ্জ্বল ও মেধাবীদের আকৃষ্ট করা অব্যাহত রাখবো : বরিস

অভিবাসন ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে যুক্তরাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের মূল মনোযোগ ব্রেক্সিট-এ। বৃহস্পতিবার পার্লামেন্টে প্রথম ভাষণে ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। এছাড়া ওই ভাষণে দেশের অভিবাসন ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পার্লামেন্টে প্রথমবার ভাষণ দেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। হাউস অব কমন্সে আইন প্রণেতাদের উদ্দেশে বরিস জনসন বলেন, আমরা আরও নিশ্চিত করতে চাই যে আমরা সারা বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ও মেধাবীদের আকৃষ্ট করা অব্যাহত রাখবো। অভিবাসন থেকে আমাদের দেশের সুবিধা পাওয়ার কথা আমার চেয়ে কেউ বেশি জোরালোভাবে বিশ্বাস করে না। তবে আমি পরিস্কার করতে চাই যে আমাদের অভিবাসন ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। বহু বছর ধরে রাজনীতিবিদরা অস্ট্রেলিয়ার মতো পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা প্রণয়ণের প্রতিশ্রæতি দিয়েছেন’। জনসন বলেন, ‘আর আজ আমি সত্যিকার অর্থে ওই প্রতিশ্রæতি দিচ্ছি- আমাদের অভিবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রথম পদক্ষেপ হিসেবে আমি অভিবাসন উপদেষ্টা কমিটিকে প্রচলিত ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে বলবো। আমি বিশ্বাস করি যে আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে পারবো যাতে ব্রিটেনের জনগণ বিশ্বাস করতে পারে’। যুক্তরাজ্যের নতুন এই সিস্টেম হবে অস্ট্রেলিয়ার ভিসা সিস্টেমের অনুকরণে। এই সিস্টেমে আবেদনকারীর যে কোনও একটি দক্ষতার ওপর জোর দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন স্থানের অভিবাসীরা এর লক্ষ্য হবে। এর আগে নতুন স্বর্ণযুগ শুরু করার প্রতিশ্রæতি দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে দেয়া তার প্রথম বক্তব্যে এমনটা জানান তিনি। মন্ত্রীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জনসন আরো বলেন, তার সরকার নতুন উদ্যমে ব্রেক্সিট আলোচনায় নামবে। ব্রিটেনে বসবাসরত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নাগরিকরা ব্রেক্সিট শেষেও পূর্ণ অধিকার নিয়ে সেখানে বাস করতে পারবেন। তবে প্রত্যাশানুযায়ী, চুক্তিহীন ব্রেক্সিটকেই অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি। বলেন, চুক্তিহীন ব্রেক্সিট পরিকল্পনাকারী মাইকেল গোভ এ বিষয়কে সবচেয়ে অগ্রাধিকার দেবেন। রয়টার্স,বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিবাসন

৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ