Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে বন্যার পানিতে ডুবে শিশূর মৃত্যু

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৯, ৬:৪২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ছেলেটির নাম তারেক মিয়া (৮)। সে চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র এবং চরমছলন্দ মুদিপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২ টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি আসার পথে তারেক ও তার দুই সহপাঠি কান্দাপাড়া হাকির বাড়ির খালে বন্যার পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রবল স্রেুাতে তারেক বন্যার পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী প্রায় একঘন্টা পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দুরে একটি গাছের শিকড়ের মধ্যে আটকে থাকা তারেকের লাশ উদ্ধার করে। কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী বলেন, ছেলেটি মেধাবী ছিল, তার মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ