Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী বরিস জনসন, শপথ বুধবার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ৬:০২ পিএম | আপডেট : ১০:০০ পিএম, ২৩ জুলাই, ২০১৯

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। মঙ্গলবার তাকে নবনির্বাচিত নেতা হিসেবে ঘোষণা করল ব্রিটেনের শাসকদল কনজার্ভেটিভ পার্টি। টেরিজা মে’র উত্তরসূরী হিসেবে কনজারভেটিভ দলের প্রধান হওয়ার লড়াইয়ে সদস্যদের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্টকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। এতে ক্ষমতাসীন এ দলের পরবর্তী প্রধান এবং একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন বরিস।

ভোটের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বরিস জনসন পেয়েছেন ৯২ হাজার ১৫৩ ভোট। অন্যদিকে জেরেমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ ভোট। গত জুন মাসে পদত্যাগ ঘোষণা করেছেন ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী টেরিজা মে। বুধবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন বরিস জনসন। লন্ডনের প্রাক্তন মেয়র জনসন তার দলীয় নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, মে যেখানে ব্যর্থ হয়েছেন, সেখান থেকেই সাফল্যের যাত্রা শুরু করবেন তিনি। তার দাবি, নির্ধারিত ৩১ অক্টোবর যে কোনও মূল্যে ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে ব্রিটেন।

এর মধ্যে বেশ কয়েকজন কনজার্ভেটিভ মন্ত্রী জানিয়েছেন, চুক্তি ছাড়া ব্রেক্সিট দাবির বিপক্ষে লড়তে প্রয়োজনে তারা পদত্যাগ করবেন। অর্থনীতিবিদদের আশঙ্কা, সুপরিকল্পিত চুক্তি ছাড়া ব্রেক্সিট ছাড়লে অচিরেই ব্রিটেনে চরম আর্থিক মন্দা দেখা দিতে পারে।

এদিকে বিনা চুক্তিতে ব্রেক্সিট ছাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে এদিন ফের নেমে গিয়েছে পাউন্ডের মূ্ল্য। গত দুই বছরে সর্বনিম্নে পৌঁছে পাউন্ডের দাম আরও ০.৩% কমেছে।

এর আগে বরিস জনসনের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া নিয়ে নানা বিতর্ক ওঠে। সমালোচকরা তাকে ব্রিটেনের ট্রাম্প হিসেবে অভিহিত করে থাকেন। নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরিস জনসনকে প্রকাশ্যে সমর্থন দেয়ায় সমালোচনার ঝড় ওঠে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ