Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয় ছেড়ে দূরে থাকা অসম্ভব -নিপুণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

চিত্রনায়িকা নিপুণকে এখন চলচ্চিত্রে দেখা যায় না বললেই চলে। তবে তিনি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'ডন'। তাহলে কি নিপূণ চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বিদায় নেইনি। আবার কখনোই বলিনি চলচ্চিত্রে অভিনয়ে ফিরব না। আসলে অনেকদিন ধরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড ¯পা নিয়ে ব্যস্ত, এ কারণেই বড় পর্দায় সেভাবে দেখা যায় না। তবে এটা সত্যি, ভালো চিত্রনাট্য পেলে সামনে আবার কাজ করব। অভিনয় ছেড়ে দূরে থাকা অসম্ভব। তবে কাজের জন্য ভালো গল্প খুবই জরুরি। ধারাবাহিক নাটক ডন সম্পর্কে নিপূণ বলেন, ধারাবাহিকটি দর্শক দারুণ উপভোগ করছেন। এরই মধ্যে অনেক পর্ব প্রচার হয়েছে। এতে অভিনয় করে আমি নিজেও বেশ তৃপ্ত।

এখন দর্শকদের কাছ থেকে ভালো ভালো মন্তব্য পাওয়ায় মনে হচ্ছে, আমার চরিত্রটি পর্দায় যেভাবে তুলে ধরতে চেয়েছি, তা কিছুটা হলেও পেরেছি। নিপূণ জানান, তার বড় বোন নারগিস আক্তার পলিনের গাওয়া 'রঙের কৌটা' শিরোনামে একটি গানে মডেল হয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গত মাসে কলকাতায় গানের ভিডিওর চিত্রায়ন হয়েছে। আমি ও আপু দু'জনেই শূটিং করেছি। দু'জনকেই দেখা যাবে ভিডিওতে। তিনি বলেন, কোরবানির ঈদ মাথায় রেখে অনেকটা হুট করেই গানটি করা হয়েছে। আমার বোন পলিন লন্ডনে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। সেখানেই তার সংসার ও কর্মজীবন। ছোটবেলা থেকেই তিনি গান পছন্দ করেন। লন্ডনে নিয়মিত গানও করেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে আনুষ্ঠানিকভাবে এই প্রথম তার কোনো গান প্রকাশ পাচ্ছে। আশা করছি, ঈদুল আজহায় এটি প্রকাশ পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিপুণ

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ