Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুচরিতাকে জড়িয়ে কোন সংবাদ না প্রকাশের আহ্বান নিপুণের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১১:৪৮ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের জন্য নিপুণকে আদালতে না ঘুরে অভিনয়ে মনযোগী হতে বলেছেন প্রবীণ অভিনেত্রী সুচরিতা।তার করা এমন মন্তব্য স্বাভাবিকভাবে নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। সেই সাথে সাংবাদিকদের এই প্রসঙ্গে কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন নিপুণ।

এফডিসিতে সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘সুচরিতা আপারা আমাকে নিয়ে বলতেই পারেন। উনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে এতোদূর না নিয়ে আসতেন তাহলে হয়তো আমি আজকের অবস্থানে আসতে পারতাম না। ’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে নিপুণ বলেন, ‘অনেক সময় অনেক কিছু হয়ে যায়, উনি একটা প্যানেলে ছিলেন। স্বাভাবিকভাবে সে প্যানেলের হয়ে কথা বলবেন। কিন্তু এসব কথা আপনারা গণমাধ্যমে এভাবে লিখবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ।’

নিপুণ আরো বলেন, ‘আমি কয়েকজনকে নিয়ে কখনোই কথা (নেতিবাচক অর্থে) বলব না। আমার প্রথম নায়ক রুবেল ভাই, যদিও তার সঙ্গে আমার প্রথম ছবিটি মুক্তি পায়নি। তারপরও রুবেল ভাইকে নিয়ে আমি কথা বলতে পারব না। আরেকজন হচ্ছেন প্রয়াত মান্না ভাই। ’

উল্লেখ্য, গত বুধবার (২ মার্চ) জায়েদ খানের পক্ষে হাইকোর্টের রায়ের পর এফডিসিতে এসে সুচরিতা বলেন, ‘নিপুণ এসব ভুইলা এই মেধাটা শিল্পে লাগাও না। একটা হিরোইন হিসেবে তুমি নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করো। ’

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে রোববার হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ