Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ত্রাণের কোনো অভাব নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৪:০৬ পিএম

বন্যাকবলিতদের জন্য দেশে ত্রাণ সামগ্রীর কোনো অভাব নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুরে টাঙ্গাইলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকার, প্রশাসন ও জনগণ বন্যাকবলিত লোকজনকে যেভাবে সেবা দেয়ার জন্য কাজ করছে বন্যা দীর্ঘস্থায়ী হলেও একইভাবে সেবা দিয়ে যাবে। এ বছর বন্যার পূর্বাভাস পাওয়ার পর থেকেই সব প্রস্তুতি গ্রহণ করা হয়।

এর আগে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব বিভাগের সমন্বয়ে বন্যা মোকাবিলায় কাজ করার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল প্রমুখ বক্তব্য দেন । এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্যসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ২ নং গালা ইউনিয়নের গালার চর, গালা, রসুলপুর, পাটচর গ্রামের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ডা. এনামুর রহমান। এ সময় অন্যের মধ্যে টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণ প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ