Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবারকগঞ্জ সুগার মিলে আখ চাষীদের মাঝে ৫১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৩:৪৩ পিএম

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের ৪ হাজার ১৪১ জন আখচাষী মাঝে সরকারের দেওয়া ভর্তুকির ৫১ লাখ ৫৫ হাজার ৫১১ টাকা আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয়েছে। এসব টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আখচাষীদের কাছে পৌছে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে মোবারকগঞ্জ সুগার মিল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। মোচিকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম মন্টু, নাছির চৌধুরী, আলী হোসেন হোসেন অপু, নজরুল ইসলাম ছানা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোবারকগঞ্জ সুগার মিল জোনের ৪ হাজার ১৪১ জন আখচাষীর মাঝে ভর্তুকির টাকা বিতরণ উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ