Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তিন রোহিঙ্গা নারীসহ ১০ পাচারকারী আটক, ২৫১ পাসপোর্ট উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৫ পিএম

ঢাকার কেরাণীগঞ্জ এলাকা থেকে মানব পাচারকারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীসহ ওই চক্রের সদস্যদের আটক করা হয়। র‌্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে ২৫১টি পাসপোর্ট, মোবাইল, চেকবই ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইউম খান বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে মানবপাচারের সাথে জড়িত। তারা মিয়ানমারের (রোহিঙ্গা) নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশি পাসপোর্ট করে তাদেরকে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ