Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিন্নির গ্রেপ্তার-রিমান্ডে সোশ্যালয় মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ৩:৫৯ পিএম

বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান সাক্ষী স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ায় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। বুধবার আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মিন্নির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বৃহস্পতিবার মিন্নির ওই রিমান্ড বাতিলে আর্জি জানিয়ে কোনো রকমের সাড়া মেলেনি হাইকোর্টে।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের টেবিল সব খানেই আলোচনার বিষয় ছিল এটি। কাউকে কাউকে এতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। তবে ক্ষুব্ধতাও প্রকাশ করেছেন অনেকে।

ফেইসবুকে হাসান চৌধুরী লিখেছেন, ‘‘এমপি পুএ এবং রিফাত ফরাজীসহ অন্যান্য আসামিদেরকে বাচানোর কোনো ষড়যন্ত্র নয়'তো? আল্লাহ ভালো জানে, মুন্নি যদি দোষীও হয় নয়ন বন্ড রিফাত ফরাজীদের গড ফাদারদের আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরী। ঘাতক রিফাত ফরাজীর মামা নাকি জেলা পৌর কমিশনার এবং সাবেক সরকার দলীয় এমপি ছিলো খেলাটা মনে হয় তারাই খেলছে।’’

মোহাম্মাদ সাবির লিখেছেন, ‘‘রিফাত ফরাজি,রিশান ফরাজীর গডফাদারদের গ্রেফতার করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এবং রিফাত ফরাজি,রিশান ফরাজীর দৃষ্টন্তমূলক সাজা ফাঁশি হওয়া উচিৎ। শুধু মিন্নিকে গ্রেপ্তার করে যেন আসল অপরাধীদের বাচাঁনোর ফন্দি না হয়।’’

‘‘সেখানে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য সৈয়দ ব্যারিষ্টার সুমনকে পাঠানোর জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলো,,,বর্তমান যে ওসি, তিনি মনে হয় ফেনীর ওসি মোয়াজ্জেম মতো, ২য় মোয়াজ্জেম,,’’ লিখেছেন তোফাজ্জল হোসাইন চৌধুরী।

শামাউন ইকবাল লিখেছেন, ‘‘এবার নয়নকে যারা বন্ডকে বানিয়েছে তাদের ব্যাপারে একটা কিছু করুন! আমরা মিন্নির বিচার চাই সত্য, সেই সাথে বন্ড তৈরির কারখানার কারিগরদেরও গ্রেফতার, রিমান্ড এবং বিচার চাই!! মিন্নির দ্বিচারীপনা এবং হত্যার প্ররোচনার কারণে মিন্নিকে গ্রেফতার এবং রিমান্ডে নিলেই সব শেষ হয়ে যাবে না।’’

মিন্নিকে রিমান্ডে নেওয়ায় ক্ষোভ জানিয়ে আব্দুল মান্নান লিখেছেন, ‘‘পুলিশ শক্তের ভক্ত নরমের জম, রিফাত হত্যার মুল আসামিরা ধরা ছোয়ার বাহিরে, এখন রিফাত হত্যার এক নম্বর সাক্ষী ৫ দিনের রিমান্ডে।’’

এদিকে, মিন্নির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে বাবু সরকার লিখেছেন, ‘‘শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়, আমার মতো বাংলাদেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছি এই দু,নৌকার মাঝি মিন্নির মুখ থেকে রিফাত হত্যার মূল কারণ জানতে।ওরে রিমান্ডে নিলে সকল ষড়যন্ত্র বেরিয়ে আসবে আশা করি ।’’

‘‘জেলে ভরা থাকবে সাক্ষী বিচার আাদালত করতে করতে ছেলেটির মা মারা যাবে, সঠিক বিচার আর দেখে যেতে পারবেনা। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবনা। সবার চোখের সামনে এমন নৃশংস হত্যা কিসের বিচার কিসের সাক্ষী। যেভাবে মেরেছে ঠিক সেভাবেই খুনিদের মারতে হবে’’ মন্তব্য নন্দিনীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ