Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালিয়াজুরীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় কিশোর গ্রেফতার

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০১৯, ১২:৫৯ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নয় বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় প্রতিবেশী কিশোর সাদেকুরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিনগত রাতে ওই কিশোরকে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সাদেকুর উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের ইমাম আলীর ছেলে।
আজ মঙ্গলবার সকালে খালিয়াজুরী থানার ওসি এটি এম মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে ওসি জানান, সোমবার দুপুরের দিকে প্রতিবেশী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে সাদেকুর। পরে এ ঘটনায় সন্ধ্যায় ওই শিশুর মা মামলা দায়ের করেন। মামলায় কিশোর সাদেকুরকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানোর পাশাপাশি শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ