নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টোকিও ২০২০ টেস্ট ইভেন্ট রেডি স্টেডি টোকিও টুর্নামেন্টে খেলতে বর্তমানে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের সেরা তীরন্দাজ রোমান সানা। টুর্নামেন্টে ইতোমধ্যে ৬৮ জন তীরন্দাজ নাম নিবন্ধন করেছেন। পুরুষ আরচ্যারদের মধ্যে শুক্রবার কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৭ জন অংশ নেন। তাদের মধ্যে রুমান সানা ৬৬২ স্কোর তুলে দশম হন। রোববার থেকে ইলিমিনেশন রাউন্ডের ১/৩২ এবং ১/১৬ এর খেলা অনুষ্ঠিত হবে। ইলিমিনেশন রাউন্ডে ২টি টার্গেট বোর্ডে খেলা হবে। ১/৩২ এর দুইটি খেলায় বিজয়ী দু’জন আরচ্যার ৩০ মিনিট পরেই ১/১৬ খেলায় অংশ নেবেন। রোমান সানা ১৬ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় কাজাখস্তানের দুজেলবায়েভ সুলতানের সঙ্গে ১/৩২ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর দু’দিন পর পুরুষ এককে ইলিমিনেশন রাউন্ডের ১/৮, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতেই টোকিও অলিম্পিক গেমসের আরচ্যারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।