রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মংলার চিলা খালের দক্ষিণ কাইনমারি সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ইস্রাফিল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে জেল ও জরিমানা উভয় দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এক পর্যায় একজন ইউপি চেয়ারম্যান বিষয়টি আপোষ মিমংিসার চেষ্ঠা করলেও ভ্রাম্যমান আদালতের কঠোর মনোভাবের কারনে দণ্ডাদেশ ও জরিমানা বহার রাখেন ।
মংলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, পূর্ব চিলার ইস্রাফিল সরদার চিলা খালের দক্ষিণ কাইনমারি খাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে গত বুধবার সকাল সাড়ে ১১টায় ভ্রাম্যমান আদালত তাকে জেল এবং জরিমানা উভয় দন্ড প্রদান করেছে।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারা অনুযায়ি অবৈধ বালু উত্তোলনের দায়ে ইস্রাফিল সরদারকে ১ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা উভয় দন্ডে দন্ডিত করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরো ৩০ দিনের জেল দেয়া হয়। ইস্রাফিল সরদার জরিমানার টাকা প্রদান না করায় দুই মাসের জেল দিয়ে তাকে বুধবার বিকেলে বাগেরহাট জেলখানায় প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ঘটনাস্থল থেকে তিনটি বালু তোলার মেশিন রাষ্ট্রীয় অনুকুলে জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।