Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা মহানগর সমিতির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

 ঢাকা মহানগরী সমিতির (ঢাকা সমিতি) ২০১৯-২০২১ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি সংগঠনের নয়া বাজারস্থ কার্যালয়ে সম্পন্ন হয়। নির্বাচন তফসিল অনুযায়ী ৫০ জন প্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির তালিকা ঘোষণা করা হয়। সংগঠনের বর্তমান কমিটি নবনির্বাচিত কমিটিকে উৎসব মূখর পরিবেশে ক্ষমতা হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, মির্জা আব্দুল খালেক, সাবেক সভাপতি মোহাম্মদ আজিম বখশ এবং নবনির্বাচিত সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ। নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরন করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন, সভাপতি মো. হারুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি হাজী মো. আবু বকর ও মহাসচিব সরদার ফায়সাল বাশার (ফুয়াদ)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ