বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীবাসীর কল্যাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত স্থানে হাতে নেওয়া উন্নয়ন কর্মকা- দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা মহানগর সমিতি। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সমিতির মহাসচিব আবু মোতালেব। তিনি বলেন, পুরান কারাগারের পরিত্যক্ত জায়গায় বঙ্গবন্ধু মিউজিয়াম, জাতীয় চার নেতার স্মরণে জাদুঘর, আধুনিক শিশু পার্ক, আধুনিক কনভেনশন সেন্টার, সুইমিংপুল, প্রশস্ত রাস্তা, খেলার মাঠসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- হাতে নেওয়া হয়েছে।
কোনো ষড়যন্ত্রকারী যেন কারাগারের পরিত্যক্ত স্থানের উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে বাধা দিতে না পারে এজন্য নগরবাসীকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে নগরবাসীর কল্যাণে হাতে নেওয়া উন্নয়ন কর্মকা- দ্রুত বাস্তবায়নের দাবি জাননো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ফয়েজুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।