Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ ৩ অস্ত্র বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ৮:৫৪ পিএম

নগরীতে বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে পাঁচলাইশ থানার ষোলশহর বন গবেষণাগার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, আব্দুল মান্নান (২৮), দেলোয়ার হোসেন (২০) ও জাহাঙ্গীর আলম (২৪)। তাদের কাছ থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল ও ৫০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, তিনজনই পেশাদার অস্ত্র বিক্রেতা। তারা অস্ত্র ও গুলি কেনাবেচার জন্য জড়ো হয়েছিল। তিনজনের মধ্যে আব্দুল মান্নানের কাছে অস্ত্র এবং দেলোয়ারের কাছে ২০ রাউন্ড ও জাহাঙ্গীরের কাছে ৩০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ