Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবীণ নিবাস কমে আসুক

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রবীণ নিবাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গুরুজনের প্রতি দায়িত্বহীনতা সমাজে প্রকট। তাই প্রবীণ নিবাসের বিনাশ প্রয়োজন। যাদের জন্য একটি শিশু পৃথিবীর আলো দেখে পৃথিবীর রঙিন জীবনের স্বাদ গ্রহণ করে, সেই বাবা-মা আজ অবহেলিত। সন্তানদের প্রাপ্য সম্মান অর্জনের লক্ষ্যে যেন বাধা না পড়ে, সে জন্য বাবা-মা সর্বোচ্চ ত্যাগ করে। সমাজের সেই সুপ্রতিষ্ঠিত সন্তানের ঘরে পিতা-মাতার জায়গা হয় না। এই সমাজচিত্র পাল্টাতে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। প্রবীণ নিবাসের সংখ্যা দিন দিন বৃদ্ধি না পেয়ে কমে আসুক। বাবা-মা তাদের প্রাপ্য সম্মানটুকু পাক- এটাই আমাদের একমাত্র চাওয়া। 

উম্মে সাদিয়া, শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন