Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহের আলোচিত সেই পানির কলটি অপসারিত

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ২:৫৯ পিএম

টিউবওয়েলের পানি পান করলে ক্যান্সার, প্যারালাইজড, বোবা, অন্ধ ও ল্যাংড়াসহ সর্ব রোগ ভাল হচ্ছে এমন মিথ্যা গুজব ছড়িয়ে ১০/১২ দিন ধরে হাজার হাজার মানুষ জড়ো করে প্রতারণা করা হচ্ছিল। অবশেষে সেই টিউবওয়েলটি জেলা প্রশাসকের নির্দেশে খুলে ফেলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ দেলোয়ার হোসেন কলটি খুলে নিয়ে যান। এ সময় স্থানীয় মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, গত কয়েকদিন ধরে কলের পানিতে সর্ব রোগ ভাল হচ্ছে এমন গুজব ছড়িয়ে মানুষ জড়ো করা হচ্ছিল। খবরটি পত্রিকা ও ফেসবুকে ভাইরাল হলে জেলা প্রশাসকের নির্দেশে আমি ঘটনাটি সরেজমিন তদন্ত করি। কলের পানি নিতে আসা ব্যক্তিদের বক্তব্য নিয়ে জানতে পারি তাদের কারো অসুখ ভাল হযনি। যারা আসছেন তারা সবাই নতুন। প্রথম দিন পানি নিয়ে দ্বিতীয় দিন আর কেও আসেনি। ফলে বিষয়টি শ্রেফ গুজব বলে মনে হয়। ফলে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পানির কলটি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর (বাজার-গোপালপুর) গ্রামের পূর্বপাড়া মাঠের মধ্যে সদ্য বসানো একটি টিউবওয়েলের পানি পান করলে বা ওই পানি নিজের শরীরে লাগিয়ে নিলে সব ধরনের রোগ ভালো হয়ে যাচ্ছে এমন প্রচারে প্রতিদিন হাজার হাজার মানুষ পানি পান করতে আসছিল। তবে সেখানে পুরুষের পরিবর্তে দুর দুরান্ত থেকে হাজারো নারীর আগমন ঘটে। কেও বলেন নি রোগ ভাল হচ্ছে। সবাই বলেছেন শুনেছেন ভালো হচ্ছে তাই এসেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ