গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ নতুন ধার্য করেন।
গত ১০ ফেব্রুয়ারি রুমাসহ পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় অধ্যক্ষ মাহফুজাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর তার বাসা থেকে ২০ ভরি স্বর্ণ, মোবাইল ফোনসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে মামলা করেন। হত্যায় জড়িত থাকার সন্দেহে গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।