বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী কামরুন নাহার তুর্নাকে হত্যার দায়ে তার স্বামী আরিফুল হক রনিকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রনি আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের আমিরুল হকের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের জানুয়ারি মাসে আশুগঞ্জের চর চারতলা গ্রামের রনির সঙ্গে তার চাচাতো বোন কামরুন নাহার তুর্নার বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ দেখা দেয়। এ কলহের জেরে ২০১৭ সালের ২৪ এপ্রিল দিবাগত রাতে তুর্নাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন রনি। পরে লাশটি পরিত্যক্ত পানির ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।