Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে পরিবহনে চাঁদাবাজিকালে ৪জন আটক

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৯:১৪ পিএম

গাজীপুরে পরিবহনে চাঁদাবাজীকালে ৪জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে-গাজীপুরের কাশিমপুর এলাকার শুকুর প্রামানিকের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), ময়মনসিংহ কোতয়ালী থানার কেওয়াটখালী গ্রামের রইচ উদ্দিন মিয়ার ছেলে মো: জিহাদ হাসান (১৯), বগুড়া সড়রের আব্দুর জব্বারের ছেলে মো: রবিউল ইসলাম (২৫) ও নেত্রকোনার কমলাকান্দা থানার পুটিকা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো: মোশারফ হোসেন সাগর (৩৬)।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার এস আই আমিনুল ইসলাম জানান, কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড় ফ্লাইওভারের নিচে কিছু লোক ট্রাক, কভার ভ্যান, কাঠের গাড়ী, গরু-ছাগল ভর্তি গাড়ী থামিয়ে নগদ টাকা উঠাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে হাতে নাতে আটক করে। পরে দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে অবৈধভাবে উত্তোলনকৃত চাঁদার ৫ হাজার ৩৫৪ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ