Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৬:৪০ পিএম

সিলেটে আগ্নেয়াস্ত্রসহ কাইয়ুম (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে র‌্যাবের উইং কমান্ডার আসাদুজ্জামানের নেতৃত্বে এএসপি সত্যজিৎ কুমার ঘোষসহ র‌্যাবের একটি অভিযানিক দল নগরীর কালিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ১টি শর্টগান ও কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী কাইয়ুম কোতোয়ালি থানাধীন কাজিটুলা এলাকার আব্দুল মোনাফের ছেলে।
পরে র‌্যাব তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করলে মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পুলিশ তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট র‌্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম (গণমাধ্যম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী কাইয়ুমকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ