যেভাবে মাছ ভাজলে ভেঙে যাবে না
বাঙালির প্রতিদিনের খাবারে মাছ তো থাকেই। এটি সব খাবারের মধ্যে পুষ্টির অন্যতম উৎস। তাড়াহুড়ো করে
চুলের দৈর্ঘ্য, রং, ধরন দেখেই অনেকে বলে দিতে পারে আপনি মানুষটা কেমন৷আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে দেখে নিন আপনার স্ত্রী বা প্রেমিকা মানুষটা কেমন
১।যেসব মহিলারা ছোট চুল রাখেন একজন মানুষ সম্পর্কে তাঁদের চিন্তাভাবনা বারবার বদলায়৷ কোনও একটি সিদ্ধান্তে তাঁদের অটল থাকার দৃঢ়তা বড্ড কম৷ সাধারণত এই ধরনের মেয়েরা বড্ড আত্মকেন্দ্রিক৷ আবার ঠোঁট কাটাও৷ অনেকেই তাঁদের অহংকারী বলে ভুল বোঝেন৷ এঁদের প্রকৃত বন্ধুর সংখ্যাও কম৷ এঁরা চায় হইহুল্লোড় করেই দিন কাটাতে৷ কেরিয়ার নিয়েও যথেষ্ট সিরিয়াস৷
২।যাঁদের মাথায় চুল কম ও পাতলা তাঁদের আত্মবিশ্বাস কম৷ এঁরা কর্মের থেকে ভাগ্যে বেশি বিশ্বাস করে৷ কখনও কখনও এই বিশ্বাস অন্ধ বিশ্বাসেরও রূপ নেয়৷ এঁরা নিজেদের গণ্ডীর বাইরে বেরোতে চান না৷ এঁদের প্রেম-প্রীতি নিয়েও খুব একটা আগ্রহ থাকে না৷ কারণ এঁদের জীবনে রোম্যান্টিসিজমের পরিমাণ খুবই কম৷
৩।বহু পুরুষেরই স্বপ্ন থাকে তাঁর সঙ্গীনি হবেন লম্বা চুলের অধিকারী। যেসব মেয়ের চুল লম্বা ও সোজা তাঁরা খুব ভালো গৃহিনী হন৷ খুব যত্ন করে গুছিয়ে সংসার সাজান৷ কোথায় কতটুকু ব্যয় করতে হয় তা তাঁরা খুব ভালোই বোঝেন৷ বাস্তব দুনিয়াটা তাঁদের নখদর্পণে৷ পরিবারকে ভালো রাখতে সবসময় চেষ্টা করেন৷
৪।যাঁদের চুল রুক্ষ্ম ধরনের তাঁরা কিন্তু খুবই শান্ত প্রকৃতির হন৷ এঁরা নিজেরা অনেক কষ্ট সহ্য করলেও কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেই পারেন না৷ যেকোনও পরিস্থিতিতে এঁরা মানিয়ে নিতে পারে৷ কখনও কারও বিরুদ্ধে এঁদের কোনও অভিযোগ নেই৷
৫।যাদের চুল ছোট ও কোঁকড়ানো হয় তাঁরা খুবই ভাগ্যবতী হন৷ তবে এই সৌভাগ্য কিন্তু বহু চড়াই-উতরাই পার করে তবেই আসে৷ এই ধরনের মহিলারা সবসময় বাস্তবের মাটিতে পা রেখে চলতেই পছন্দ করেন৷ শিল্পকলা, সাহিত্য ও অতিপ্রাকৃত বিষয়ে এঁদের বিশেষ আগ্রহ থাকে৷ লোকজনের সঙ্গে এঁরা মিলেমিশে থাকতে পছন্দ করেন৷ এঁদের ভাগ্যের জোরে সঙ্গে থাকা মানুষগুলোও সৌভাগ্যের মুখ দেখেন৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।