Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পদকজয়ী বক্সাররা পাবেন অর্থপুরস্কার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৯:৩০ পিএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য এক মাস আগে থেকেই অনুশীলন শুরু করেছেন ২৪ জন পুরুষ ও নারী বক্সার। যার মধ্যে ১৪ জন পুরুষ ও ১০ জন নারী বক্সার রয়েছেন। তবে গত রোববার শুরু হয়েছে তাদের আবাসিক ক্যাম্প। এখান থেকে ছয়জন পুরুষ ও চারজন নারী বক্সার খেলবেন কাঠমান্ডুতে। এসএ গেমসে পদক জিতলেই মিলবে বাংলাদেশ বক্সিং ফেডারেশন থেকে আর্থিপুরস্কার। সোমবার ফেডারেশনে প্রথম এসেই নতুন সভাপতি ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ কার্যনির্বাহী সভা শেষে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আসন্ন নেপাল এসএ গেমসে স্বর্ণপদক জিতলে ৫০ হাজার, রুপা জিতলে ২৫ হাজার এবং ব্রোঞ্জপদক জিতলে ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার দেব বক্সারদের। এর বাইরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তো (বিওএ) প্রাইজমানি দেবেই।’ এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, ‘বক্সারদের উৎসাহিত করতেই আমরা এই আর্থিক পুরস্কার ঘোষণা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ