Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেলেন বক্সার মোশাররফ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৬ এএম

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এবার অর্থ সহায়তা পেলেন ১৯৮৬ সিউল এশিয়াডে লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে দেশের হয়ে প্রথম পদক (ব্রোঞ্জ) জেতা বক্সার মোশাররফ হোসেন। গতকাল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহায়তার দুই লাখ টাকার চেক মোশাররফকে বুঝিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পেয়ে বক্সার মোশাররফ হোসেন বলেন,‘আমি বর্তমানে খুবই অসুস্থ। এই মূহুর্তে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছি। খুবই ভাল লাগছে। এতে আমার উপকার হয়েছে।’ তিনি পক্ষাঘাতগ্রস্থ হওয়ায় তার পক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত থেকে চেক নেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। টাকার অংক দু’লাখ হলেও এখন মোশাররফের জন্য তা খুবই উপকারে আসবে বলে জানান তুহিন, ‘বঙ্গবন্ধু ক্রীড়সেবী কল্যাণ ফাউন্ডেশনের দেওয়া দুই লাখ টাকা এই মূহুর্তে অনেক সহায়ক হবে মোশাররফ ভাইয়ের জন্য।’ শুধু মোশাররফই নন, দেশের ৩৪ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬৬ লক্ষ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে ছায়ার মতো থাকেন। ক্রীড়া উন্নয়নে বা যেকোন ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠকের যেকোন সমস্যায় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ক্রীড়াসেবীদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু’র নিজ হাতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে করোনাকালীন সময়ে ১০ কোটি টাকা সহ আরো ২০ কোটি টাকা সীডমানি দিয়েছেন। ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ জনকে প্রদত্ত ৪৫ লাখ টাকা, জাতীয় ক্রীড়া পরিষদ হতে ২১ জনকে ৬ লাখ ৬০ হাজার টাকা ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ৮ জনকে ১৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সার মোশাররফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ