Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশংসার জোয়ারে ভাসছে নিরবের আব্বাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৮:২৯ পিএম

পুরান ঢাকার কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘আব্বাস’। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। গত ৫ জুলাই দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আজ সোমবার ৮ জুলাই কয়েকটি প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা যায়, বেশ ভালোই ব্যবসা করছে সিনেমাটি। শুধু ব্যবসায় নয়, ‘আব্বাস’ উপভোগকারী দর্শকরা রীতিমতো মেতে উঠেছেন নিরবের প্রশংসায়। এদিকে প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যেও অনেকেই দাবি করছেন এর আগে নিরবের অন্য কোনো সিনেমা এমন ব্যবসা করেছে কিনা সেটা জানা নেই। বৃষ্টি উপেক্ষা করেও দর্শক যেভাবে সিনেমাটি উপভোগ করছেন তাতে সত্যিই অবাক হয়েছেন হল মালিকরা।
মধুমিতা হলে ‘আব্বাস’ উপভোগকারী সোহেল রানা নামের এক দর্শক বলেন, ‘ট্রেলার দেখে সিনেমাটি দেখার আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রেক্ষাগৃহে এসেও বেশ বিনোদন পেয়েছি। বৃষ্টির মধ্যে অনেক ভালো সময় কেটেছে নিরবের নতুনত্ব দেখে। আমি একাই নই। আমার এক সঙ্গে চারজন বন্ধু মিলে সিনেমাটি উপভোগ করলাম। সবারই অনেক ভালো লেগেছে।’
‘আব্বাস’ উপভোগকারী নুপুর নামের আরেক দর্শক বলেন, ‘নিরব আমার পছন্দের একজন অভিনেতা। তাই সিনেমাটি দেখতে এসেছি। পুরান ঢাকার এক নিরবকে দেখলাম। অসাধারণ অভিনয় করেছেন। সেই সঙ্গে সিনেমাটিতে অন্য সবারই অভিনয়ও বেশ ভালো লেগেছে। এই ধরণের সিনেমা নিয়মিতই দেখতে চাই। বিশেষ করে নিরবের কাছে অনুরোধ ‘আব্বাস’-এর মতো সিনেমাতে অভিনয় করার জন্য।’
‘আব্বাস’ যে দর্শকদের ভালো লাগবে সেটা শুটিং চলা অবস্থাতেই আন্দাজ করতে পেরেছিলেন সিনেমাটি সংশ্লিষ্ট সবাই। ‘আব্বাস’-এর প্রধান সহকারী পরিচালক অনিক বিশ্বাস এমনই একটি ঘটনা শেয়ার করেছেন ইনকিলাবের সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমাটির শুটিং চলা অবস্থায় নিরব অনেক কষ্ট করেছেন। যার ফল এখন দিচ্ছেন দর্শকরা। সর্ব স্তরের দর্শক সিনেমাটির প্রশংসা করছেন। এটা সত্যিই পুরো ইউনিটের জন্য বিশাল এক পাওয়া। এদিকে সিনেমাটির পেছনের অনেক গল্পই হয়তো কারো জানা নেই। একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনা বললে হয়তো ভুল হবে। দুর্ঘটনাও বলা যেতে পারে। পুরান ঢাকার একটি বাড়ির সাদে চলছিল ‘আব্বাস’-এর শুটিং। শুটিং চলা অবস্থায় উঁচু সাদের ওপর থেকে হঠাৎ নিচে পড়ে যেতে গিয়েছিলেন নিরব। একটুর জন্য বড় ধরণের ক্ষতি থেকে সেদিন রক্ষা পেয়েছিলোম। সেদিনের সে ঘটনা সত্যিই ভোলার নয়।’



 

Show all comments
  • লিমন মজুমদার ৮ জুলাই, ২০১৯, ৮:৫২ পিএম says : 0
    কষ্টের ফল অবশ্যই আছে, কষ্ট করলে কৃষট মেলে।
    Total Reply(0) Reply
  • লিমন মজুমদার ৮ জুলাই, ২০১৯, ৮:৫২ পিএম says : 0
    কষ্টের ফল অবশ্যই আছে, কষ্ট করলে কৃষট মেলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আব্বাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ