Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় তোবারকের খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ২১০ জন , ১জনের মৃত্যু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ৫:১৮ পিএম | আপডেট : ৭:১৯ পিএম, ৮ জুলাই, ২০১৯

পাবনায় মুত্যুবার্ষিকীর তাবারক খেয়ে গত ৭২ ঘন্টায় ২১০ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। রবিবার হাসপাতালে আনার পথে সুখী আক্তার নামের এক ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নারী -পুরুষ ও শিশু মিলিয়ে ৫৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে,

বিথী নামের এক রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় আজ সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ছাড়া ১০৫ জনকে স্থানীয় সদর থানার বলরামপুর গ্রামে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প বসিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সকালে জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউট(আইসিডিডি আর) -এর ৫ সদস্যর একটি বিশেষজ্ঞ টিম অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে যান এবং পরে ঘটনাস্থলে অসুস্থতার মূল রোগ উদঘাটনে কাজ করছেন।

জানাগেছে, গত ৭ জুলাই পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে শহিদ সরদারের পিতা মৃত ইবাদ আলী সরদারের মুত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের তাবারক খেয়ে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী সুখী সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বলরামপুর গ্রামের সেলিম শেখের কন্যা ও শহরের শহীদ আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা ঃ এস এম মোস্তাফিজুর রহমান, জানান, এ পর্যন্ত হাসপাতাল ও স্বাস্থ্য ক্যাম্প মিলিয়ে ২১০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে আজ সকালে আরও ৫৩ জন ও বিকালে ১ জন মোট ৫৪ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বিথী নামের ১ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । পাবনা জেনারলে হাসপাতালের সহকারী পরিচালক রঞ্জন কুমার দত্ত, আর ,এম ও ডা: আকসাদ আল মাসুর আনান, শিশু রোগ বিশেষজ্ঞ নিতীশ কুমারসহ পাবনা জেনারেল ও মেডিক্যাল কলেজের চিকিৎসকরা একযোগে কাজ করছেন। পরিস্থিতি ক্রম উন্নতির দিকে। আশা করা হচ্ছে দু/এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ইতোমধ্যেই স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় প্রধান ডা: উপন্দ্রেনাথ আচার্য,
ঢাকা থেকে জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউট এর ৫ সদস্যর প্রতিনিধি দল পাবনায় পৌঁছেন। জাতীয় রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষনা ইনষ্টিটিউট প্রতিনিধি দলের প্রধান ডা: ফেরদৌস জানান, ‘আমরা রোগের মারাত্মক অবস্থার খবর জেনেই ঢাকা থেকে রাতে পাবনা এসে পৌঁছেছি। প্রথমে হাসপাতালে রোগীদের দেখেছি। আজ সকাল থেকে আমরা রোগ আক্রান্ত এলাকায় কার্যক্রম শুরু করেছি। আমরা আসলে রোগের উৎস্য উদঘাটনের কাজ করছি।’
পাবনার সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল জানান, গত ৭ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত পাবনার দোগাছি ইউনিয়নের বলরামপুরে এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত ১৫৬ জন রোগীর মধ্যে ৫৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে অন্যদের এলাকায় স্থাপিত অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা দেওয়া হচ্ছে । একই সাথে ঢাকা থেকে আসা আইইডিসিআর টিমকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগের রাজাশাহী বিভাগীয় প্রধান ডা: উপন্দ্রেনাথ আচার্য পাবনার সিভিল সার্জন ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পচিালককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাবনা সিভিল সার্জন আশা প্রকাশ করেছেন, দু/একদিনে মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ দিকে, পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকালে বলরাপুর থেকে ডায়রিয়া নিয়ে আরও একজন ভর্তি হয়েছেন। এই হিসেবে অনুযায়ী পাবনা জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ