Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটে হজে গেলেন ৪১০

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৮:৩৫ পিএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটে জেদ্দা গেছেন ৪১০ জন। রোববার বিকেল ৪টা ৩২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩২০৯’ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে উড্ডয়ন করে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার-ই আলম। তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, নির্ধারিত সময়ে প্রথম ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে গেছে।
তিনি জানান, চট্টগ্রাম থেকে নির্ধারিত ১৯টি ফ্লাইটসহ মোট ৩৩টি ফ্লাইটে হজযাত্রীরা সউদি আরব যাবেন। এরমধ্যে চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দায় যাবে ১২টি, মদিনায় ৯টি। চট্টগ্রাম থেকে হজের জন্য নির্ধারিত ১৯টি ফ্লাইটের বাইরে আরও ১৪টি শিডিউল ফ্লাইটে হজযাত্রীরা যাবেন। বিমানের একজন কর্মকর্তা জানান, শাহ আমানত থেকে ১০ হাজার হজযাত্রী নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যে হজ ফ্লাইটের ৯ হাজার ৮০০ টিকিট বিক্রি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ