বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায় প্রকাশ্যে যুবলীগ কর্মী মোহাম্মদ মহসিনকে নির্মমভাবে পেটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় মো. জামাল (১৯) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (শনিবার) শাপলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল আকবরশাহ এলাকার মৃত এখলাছের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
আকবর শাহ থানা পুলিশ জানায়, মহসিনকে পেটানোর ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
গত ৩০ জুন বিকেলে আকবরশাহ থানার বিশ্বকলোনী এন ব্রক এলাকায় যুবলীগ কর্মী মো. মহসিনকে লাঠি রড দিয়ে বেধড়ক পেটায় দলীয় প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ গ্রেফতার অভিযান শুরু করে। গুরুতর আহত মহসিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আওয়ামী লীগের দুই নেতার বিরোধে এ ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।